মহাকাশে পাড়ি বেসরকারি সংস্থায় তৈরি প্রথম ভারতীয় রকেটের
ত্রিপুরা, ১০ নভেম্বর : প্রথমবার ভারতীয় বেসরকারি সংস্থায় তৈরি হওয়া রকেট পাঠানো হবে মহাকাশে। আগামী সপ্তাহেই এই রকেট উৎক্ষেপণ করা হবে বলে জানা গিয়েছে। রকেট তৈরি থেকে উৎক্ষেপণ—এই পুরো প্রক্রিয়াটির নাম দেওয়া হয়েছে ‘প্রারম্ভ’। মহাকাশ গবেষণার ইতিহাসে এই রকেট এক যুগান্তকারী অধ্যায় শুরু করবে বলেই মত সংস্থার আধিকারিকদের।
প্রসঙ্গত, ২০২০ সাল থেকে মহাকাশ গবেষণায় বেসরকারি সংস্থাগুলিকে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয়।
হায়দ্রাবাদের সংস্থা স্কাইরুট এরোস্পেসের তরফে এই রকেট বানানো হয়েছে। বিক্রম-এস নামের এই রকেটটি আগামী ১২ থেকে ১৬ নভেম্বরের মধ্যে উৎক্ষেপণ করার কথা আছে। কিন্তু আবহাওয়ার কথা মাথায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রথমবার ভারতের মাটি থেকে বেসরকারি উদ্যোগে তৈরি হওয়া রকেট মহাকাশে পাঠানো হবে। শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকেই এই রকেট..