শহরে প্রায় সোয়া লক্ষ টাকার জাল নোট উদ্ধার
ত্রিপুরা, ১০ নভেম্বর : নেশা সামগ্রীতে রাজ্য ছেয়ে যাবার পর জাল নোটের কারবারও শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আগরতলা শহরের চন্দ্রপুর বাস টার্মিনাস সংলগ্ন এলাকা থেকে ১ লক্ষ ২১ হাজার টাকার জাল নোটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে সন্ধ্যায় চন্দ্রপুর আন্তরাজ্য বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।
সদরের এস ডি পি ও অজয় কুমার দাসের নেতৃত্বে পূর্ব থানার পুলিশ।
সেখানে জাল টাকা লেনদেন করতে এসে পুলিশের হাতে ধরা পড়ে মিজোরামের মামিথ জেলার দুই যুবক। এদের নাম গোকুল কিশোর চাকমা ও রাজেশ চাকমা বলে জানিয়েছেন এস ডি পি ও। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ ২১ হাজার টাকার জাল নোট। ধৃত গোকুল কিশোর চাকমা আগেও মিজোরামে জাল টাকা ও অস্ত্র সহ আটক হয়েছিলো। বি এস এফের অত্যাধুনিক আগ্নেঅস্ত্র সেই সময় তার কাছ থেকে উদ্ধার হয়। এছাড়া কুমারঘাটেও একটি অপরাধের ঘটনায় যুক্ত রয়েছে সে। জাল নোট পাচারের | সাথে রাজ্যের একটি বড় চক্র জড়িত বলে মনে করছে পুলিশ।