বরফের চাদরে ঢাকা পড়ল বদ্রীনাথ মন্দির চত্বর, জম্পেশ শীতও শুরু
ত্রিপুরা, ১১ নভেম্বর : নতুন করে তুষারপাত হল বদ্রীনাথ মন্দির সংলগ্ন পাহাড়ে। বৃহস্পতিবার সকালে বদ্রীনাথ মন্দিরের উপরের পাহাড়ে ব্যাপক তুষারপাত হয়। সাদা বরফে ঢাকা পড়ে যায় পাহাড়। তুষারপাত হয়েছে বদ্রীনাথ মন্দির চত্বরেও।
তুষারপাতের সৌজন্যে ঠান্ডাও বেড়েছে বদ্রীনাথে।
প্রকৃতির অপরূপ এই সৌন্দর্য প্রত্যক্ষ করে খুশি পুণ্যার্থী থেকে পর্যটকরা। বৃহস্পতিবার সকালে দেখা যায়, বদ্রীনাথ মন্দির চত্বর ও বদ্রীনাথের পর্বতশৃঙ্গগুলি তুষারে ঢাকা। ভক্তদের উপস্থিতিও ছিল তুলনামূলক কম। তবে, যত ছিলেন, তাঁরা প্রকৃতির অপরূপ এই সৌন্দর্য প্রত্যক্ষ করেছেন। প্রসঙ্গত, বুধবার রাতে শুধুমাত্র উত্তরাখণ্ডের বদ্রীনাথই নয়, জম্মু ও কাশ্মীর ও হিমাচল প্রদেশেও তুষারপাত হয়েছে।