এস টি জি টি উত্তীর্ণদের নিয়োগের ফাইল যাচ্ছে অর্থ দপ্তরে মন্ত্রীর আশ্বাস
ত্রিপুরা, ১২ নভেম্বর : সবাইকে একসাথে নিয়োগের দাবিতে আবারো শিক্ষা মন্ত্রীর বাড়ির সামনে এসটিজিটি কোয়ালিফাইড বেকার যুবক- যুবতীদের ধর্না। পরে বেকারদের এক প্রতিনিধি দল মন্ত্রীর সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরলে, মন্ত্রী বেকারদের আশ্বস্ত করেন আজকেই তাদের নিয়োগ সংক্রান্ত ফাইল পাঠানো হবে অর্থ দপ্তরের কাছে। মন্ত্রীর এই আশ্বাস পেয়ে স্বাভাবিকভাবে খুশি ধর্নায় শামিল হওয়া বেকার যুবক-যুবতীরা।
ত্রিপুরা টিচার্স রিফ্রুটমেন্ট বোর্ড পরিচালিত এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক- যুবতীদের দাবি আদায়ের লড়াই সংগ্রাম অব্যাহত।
সবাইকে একসাথে নিয়োগের দাবিতে প্রতি নিয়তই শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে তারা সংঘটিত করছেন ধনা বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি। গতদিন পাবি আদায়ের জন্য মন্ত্রীর সাথে দেখা করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার পর্যস্ত হয়েছিলেন তারা। এর পরও দপ্তরের কোন ধরনের সদর্থক ভূমিকা নেই। ফলে স্বাভাবিকভাবেই হতাশায়..