রাতভর বৃষ্টিতে জলের তলায় চেন্নাই
ত্রিপুরা, ১২ নভেম্বর : সারা রাত ধরে অবিরাম ভারী বৃষ্টি, থামেনি শনিবার সকালেও। তার জেরে জলের নীচে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের একাধিক এলাকা। তামিলনাড়ু এবং পুদুচেরির ১৪ জেলার স্কুল, কলেজ বন্ধ থাকছে শুক্রবার। স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখনই চেন্নাইয়ে থামবে না বৃষ্টি। তামিলনাড়ুর বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
গোটা রাজ্যে ৫,০৯৩টি ত্রাণ শিবির খুলেছে সরকার এবং প্রশাসন।
রাজধানী চেন্নাইতেই খোলা হয়েছে, ১৬৯টি ত্রাণ শিবির। চেন্নাইয় শহরের উত্তরে পুলিয়ানথোপে রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে বৃষ্টিতে। বাড়ি থেকে বার হয়ে বাজার, দোকান করতে সমস্যায় পড়ছেন বাসিন্দারা। চেন্নাইয়ের নিচু এলাকায় জল নিষ্কাশনের জন্য ইতিমধ্যে ৮৭৯টি পাম্প বসানো হয়েছে। জেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শনের জন্য ৬০ জন আধিকারিক মোতায়েন করা হয়েছে। কেন্দ্র এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২০০০ আধিকারিকও পরিস্থিতির উপর নজর রাখছেন।