আসন্ন অধিবেশনে থাকবেন না রাহুল
ত্রিপুরা, ১৪ নভেম্বর : সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগেই কিছুটা ব্যাকফুটে চলে গেল কংগ্রেস। আসন্ন অধিবেশনে কার্যত অভিভাবকহীন হয়ে কাটাতে হবে কংগ্রেসকে। কারণ এবারের অধিবেশনে অংশ নেবেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
ভারত জোড়ো যাত্রা নিয়ে ব্যস্ত থাকায়, তিনি সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দেবেন না বলেই জানানো হল কংগ্রেসের তরফে।
রাহুল ছাড়াও আরও কয়েকজন নেতাও অনুপস্থিত থাকতে পারেন সংসদ অধিবেশনে। গুজরাট বিধানসভা নির্বাচনের জন্য পিছিয়ে যেতে পারে সংসদের অধিবেশন। নভেম্বরের বদলে চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন। শুক্রবারই কেন্দ্রীয় সূত্রে জানা যায়, আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন।