ভাল কিছু করার মানসিকতা নিয়ে ছাত্রছাত্রীদের বড় হতে হবে
ত্রিপুরা, ১৪ নভেম্বর : শুধু নিজেকে নিয়ে থাকলেই হবে না, সমাজের জন্য ভাল কিছু করার মানসিকতা নিয়ে চলতে হবে। এতে সমাজ এবং দেশ উপকৃত হবে। আজ রাণীরবাজারের গীতাঞ্জলি টাউনহলে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১০টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২১ – ২০২২ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৭৩৭ জন ছাত্রছাত্রীর সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একথা বলেন। তিনি বলেন, ছাত্রছাত্রীরা হচ্ছে আগামীদিনের ভবিষ্যৎ। গোটা সমাজ তাদের দিকে তাকিয়ে রয়েছে। বর্তমান যুগ হচ্ছে প্রতিযোগিতার যুগ। এই প্রতিযোগিতার যুগে টিকে থাকার জন্য সব বিষয়ে জ্ঞান থাকা একান্ত..