রাজধানীতে তৃণমূলের মহামিছিল সমাবেশে বি জে পির বিরুদ্ধে তোপ
ত্রিপুরা, ১৫ নভেম্বর : আগরতলা শহরের বুকে মহা মিছিল ও প্রকাশ্য জনসভা সংগঠিত করে নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিল তৃণমূল কংগ্রেস। পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের তিন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার মহুয়া মৈত্র ও সুস্মিতা দেব সহ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বঙ্গের নেতা রাজীব ব্যানার্জি।
আগরতলা গান্ধীঘাট থেকে মহামিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমার শেষে রবীন্দ্রভবনে আয়োজিত প্রকাশ্য সমাবেশে মিলিত হয়।
সভায় রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের সমালোচনা করে বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্ব। রাজ্যের বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি কিংবা শেষ দিকে অনুষ্ঠিত হবে রাজ্যের ত্রয়োদশ বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশে একদিকে যেমন রাজ্য নির্বাচন দপ্তরে চলছে জোরদার প্রস্তুতি, ঠিক তেমনি বিভিন্ন রাজনৈতিক দলগুলিও ক্ষমতা..