১৯ মাসে পাইকারি বাজারে মুদ্রাস্ফীতি সর্বনিম্ন, নামল ৮.৩৯ শতাংশে
ত্রিপুরা, ১৫ নভেম্বর : জ্বালানি উৎপাদিত জিনিসের দাম কমার জেরে গত ১৯ মাসের মধ্যে পাইকারি বাজারে সর্বনিম্ন মুদ্রাস্ফীতি। অক্টোবরে পাইকারি বাজারে মুদ্রাস্ফীতি ছিল ৮.৩৯ শতাংশ।
এর আগে ২০২১ সালে মার্চে পাইকারি মুদ্রাস্ফীতি ছিল ৭.৮১ শতাংশ।
পাইকারি বাজারে মুদ্রাস্ফীতি কমার জেরে খুচরো বাজারেও মুদ্রাস্ফীতি কমবে বলে আশা করা হচ্ছে। ২০২১ সালের এপ্রিল থেকে পাইকারি বাজারে মুদ্রাস্ফীতি দুই অঙ্কের ঘরে ছিল। ২০২১ সালের অক্টোবরে মুদ্রাস্ফীতি ছিল সব থেকে বেশি। সেই সময় পাইকারি বাজারে মুদ্রাস্ফীতি ছিল ১৩.৮৩ শতাংশ। চলতি বছরের সেপ্টেম্বারও পাইকারি..