সুন্দরবনে রয়্যাল বেঙ্গলের সেঞ্চুরি
ত্রিপুরা, ১৭ নভেম্বর : সারা দেশের বাঘ শুমারির চূড়ান্ত রিপোর্ট এখনও প্রকাশ করেনি কেন্দ্র সরকার। তবে পশ্চিমবঙ্গের বন দপ্তরের আশা, এবারের শুমারিতে ২৭টি বাঘ বাড়তে পারে সুন্দরবনের। ২০১৮ সালে শেষ বাঘ শুমারি রিপোর্ট অনুযায়ী, সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৯৬টি। সে ক্ষেত্রে এবার সুন্দরবনের বাঘের সংখ্যা সেঞ্চুরি ছাড়িয়ে যেতে পারে বলে বিশ্বাস করছেন পশ্চিমবঙ্গের বন দপ্তরের কর্মী-আধিকারিকরা।
বাঘ গণনা প্রক্রিয়ায় যে সমস্ত তথ্য পাওয়া গিয়েছে সেগুলি সরকারি নিয়ম অনুযায়ী কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে।
বিভিন্ন রাজ্য থেকে পাওয়া রিপোর্ট বিশ্লেষণ করে কেন্দ্র সরকার শীঘ্রই গোটা দেশের বাঘের সংখ্যা ঘোষণা করবে। বিভিন্ন রাজ্য থেকে যে তথ্য সংগৃহীত হয়েছে, সেগুলি বিশ্লেষণ করে চূড়ান্ত রিপোর্ট তৈরি করছে উত্তরাখণ্ডের দেরাদুনে কেন্দ্রে ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়া। সুন্দরবনের বাঘ গণনা সম্পর্কিত সমস্ত তথ্য চার মাস আগেই কেন্দ্র সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই গণনার রিপোর্ট এখনও সরকারিভাবে প্রকাশ না করা হলেও সুন্দরবনের বাঘের সংখ্যা যে আগের তুলনায় বেশি কিছুটা বেড়েছে, তার ইঙ্গিত ইতিমধ্যেই পেয়েছে রাজ্য বন দপ্তর। চলতি বছরের জানুয়ারি মাসে দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের আওতাধীন সুন্দরবনে শুরু হয় বাঘ শুমারির কাজ। মোট ১৬১ জোড়া ক্যামেরা বসানো হয় গভীর অরণ্যের বিভিন্ন পয়েন্টে। প্রায় ১০০ জন বনকর্মী ৮টি দলে ভাগ হয়ে এই কাজ করেন। সেই রিপোর্টই এবার সামনে আসতে চলেছে।