ফের চাঁদে মানুষ পাঠানোর পথে নাসা
ত্রিপুরা, ১৭ নভেম্বর : চাঁদে মানুষ পাঠানোর দিকে এক কয়েক ধাপ এগিয়ে গেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। জ্বালানি ভরার সময়ে একের পর এক সমস্যাকে কাটিয়ে বুধবার সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করা গেল আর্টেমিস – ওয়ানকে। এদিন আর্টেমিস-ওয়ানকে ভারতীয় সময় দুপুর ১২টা ১৭ নাগাদ কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে।
বিশ্বের সর্বাধুনিক এই রকেট আর্টেমিস ওয়ান-এর মাধ্যমে চাঁদ এবং মঙ্গল গ্রহে মহাকাশচারী প্রেরণের প্রস্তুতি নিচ্ছে নাসা।
প্রথমে জ্বালানি ভরা নিয়ে একের পর এক সমস্যা তৈরি হয়েছিল। দুই, দুইবার জ্বালানি ট্যাংকে ছিদ্র ধরা পড়া। পড়ে হ্যারিকেন ঝড়ের সমস্যার মধ্যেও পড়েছিল প্রকল্পটি। সব কাটিয়ে এদিন শেষ পর্যন্ত সুষ্ঠুভাবেই লঞ্চ হলো। বুধবার ভারতীয় সময় দুপুর ১২টা ১৭ নাগাদ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপিত হয়েছে নাসা’র শেষ প্রযুক্তি খোঁজ আর্টেমিস ওয়ান। পরিকল্পনামাফিক উৎক্ষেপণের প্রায় আট মিনিট পর, কোর স্টেজের ইঞ্জিনগুলি বিচ্ছিন্ন হয়ে যায়। মূল স্টেজটি বাকি রকেট থেকে আলাদা হয়ে যায়। শেষে ওরিয়ন মহাকাশযানটি ইন্টেরিম ক্রায়োজেনিক প্রপালশন স্টেজের মাধ্যমে চালিত হতে থাকে।