স্বদেশি প্রযুক্তিতে দেশেও চালকহীন ট্রেন চালাবে রেল
ত্রিপুরা, ১৮ নভেম্বর : অটোমেশনের ক্ষেত্রে ভারতীয় রেলে নিঃশব্দ বিপ্লব ঘটতে চলেছে। এমনিতে জটিল রেলওয়ে নেটওয়ার্কের জন্য পরিচিত ভারতীয় রেল। তবে সেই জটিলতা কাটিয়ে শীঘ্রই প্রচলিত রেলওয়ে সিগন্যালিং সিস্টেম থেকে ব্যাপক পরিবর্তনের সাক্ষী হতে চলেছে রেল। সেদিনের আর বেশি দেরি নেই যেদিন সম্পূর্ণ স্বদেশি প্রযুক্তিতে বর্তমান রেল লাইনের উপর দিয়েই চালকহীন ট্রেন চালাবে ভারতীয় রেল।
দিল্লি মেট্রো রেলে এই ব্যবস্থা ইতিমধ্যে চালু হয়েছে।
একই জিনিস সাধারণ ট্রেনের ক্ষেত্রেও করা হতে পারে। এ ব্যাপারে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল)-এর সঙ্গে চুক্তি করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (ডিএমআরসি)। এই চুক্তি অনুযায়ী সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তি ব্যবহার করেই চালকহীন ট্রেন চালানোয় উদ্যোগী হবে রেল। দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে কমিউনিকেশন যায়নি। বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (আই- সিবিটিসি)। ভারতে এর আগে আই- সিবিটিসি চালু হয়নি কোথাও। এ বার সেই উদ্যোগ নিয়েছে রেল। রেলের দাবি, ভারত সরকারের ‘আত্মনির্ভর ভারত’ স্লোগানের বাস্তবায়নে এটি..