উড়াল পুলে যানবাহনে পুলিশের নজরদারি শুরু
ত্রিপুরা, ১৮ নভেম্বর : আগরতলা উড়ালপুল থেকে দ্রুতগামী বাইক ছিটকে পড়ে যুবকের মৃত্যুর ঘটনায় এবার নড়েচড়ে বসলো আরক্ষা প্রশাসন। রাতের বেলায় শুরু হল এই ব্রিজ দিয়ে চলাচলের উপর নজরদারি। ড্রপ গেইট নাকা পয়েন্টে আটকে দেওয়া হচ্ছে দ্রুতগামী মোটর সাইকেল। পুলিশ প্রশাসনের এই তৎপরতায় স্বাভাবিকভাবেই খানিকটা হলেও যেন স্বস্তিতে সাধারণ নাগরিকরা। যুবকের মৃত্যুর পর, খবরের ভিত্তিতে অনেকটা টনক নড়ে আরক্ষা প্রশাসনের।
শুরু হলো কড়া নজরদারি। ঘটনা রাজধানীর আগরতলার ড্রপ গেট নাকা পয়েন্ট এলাকায়।
গত মঙ্গলবার গভীর রাতে দ্রুতগামী বাইক উড়ালপুলে দুর্ঘটনার কবলে পড়লে উপর থেকে নিচে ছিটকে পড়ে হতাহত হয় তিন যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। বাকি দুই যুবক এখনো হাসপাতালে চিকিৎসাধীন। ভয়াবহ এই ঘটনার পর অনেকেই আঙ্গুল তুলেন প্রশাসনের দিকে। অভিযোগ রাতের বেলায় উড়ালপুলে নজরদারি না থাকার কারণে একাংশ উশৃংখল যুবক দ্রুতগামী বাইক চালানোর ফলে প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়ছে। উড়ালপুলে প্রায় সময় ঘটছে এধরনের দুর্ঘটনা। সর্বশেষ যুবকের মৃত্যুর ঘটনা যেন সর্বত্রই ব্যাপক আলোড়ন তৈরি হয়। অনেকের মতে রাতে পুলিশি নজরদারি থাকলে হয়তো সেদিন অকালে প্রাণ দিতে হতো না এক যুবককে। বিষয়টি নিয়ে সর্বত্রই যখন সমালোচনার ঝড় দেখা দেয়, তখন যেন যুবকের মৃত্যুর পর টনক নড়ে আরক্ষা প্রশাসনের। বুধবার রাতে এমনটাই দেখা গেল ড্রপ গেইট নাকা পয়েন্ট এলাকায় ৷ এদিন থেকে শুরু হল বিশেষ নজরদারি।