Feature NewsfleshNewsভারত

রেপো রেটের হার আবার বাড়াতে পারে রিজার্ভ ব্যাংক

ত্রিপুরা, ১৮ নভেম্বর : দেড় মাসের মাথাতেই আবার রেপো রেট বাড়াতে পারে ভারতীয় রিজার্ভ ব্যাংক। চলতি সপ্তাহের শেষেই ফের আর্থিক নীতি ঘোষণা করবে শীর্ষ ব্যাংক। তখনই রেপো রেট ২৫ থেকে ৩৫ বেসিস পয়েন্ট বাড়ানোর ঘোষণা হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আর্থিক নীতি কমিট রেপো রেট বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যেই আরবিআই এই পদক্ষেপ করতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ।

প্রসঙ্গত, রিজার্ভ ব্যাংক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদি ঋণ দেয় তাকে রেপো রেট বলা হয়। রেপো বাড়ায় বাড়ি-গাড়ির জন্য নেওয়া ব্যাংক ঋণের সুদের হারও বাড়তে পারে বলে আশঙ্কা। সে ক্ষেত্রে সাধারণ মানুষের উপর ঋণে ই এম আইয়ের বোঝাও বাড়তে পারে বলে অনুমান। গত ৩০ সেপ্টেম্বর রেপো রেটের হার দশমিক ৫ শতাংশ বাড়িয়ে ৫ দশমিক ৯ শতাংশ করেছিল আর বি আই। গত মে মাসের পর থেকে মোট চারবার রেপো রেট বাড়ায় আর বি আই। রেপো রেট বাড়লে গ্রাহকদের লাগামছাড়া ঋণ দেওয়া থেকে বাণিজ্যিক ব্যাংকগুলিকে কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। ‘সহজলভ্য’ ঋণ না পাওয়ায় বিলাসবহুল দ্রব্য কেনাকাটার প্রবণতা কমার সম্ভাবনা থাকে সাধারণ মানুষের মধ্যে। সেক্ষেত্রে, সাধারণত চাহিদার অভাবে দাম কমে বিলাসবহুল দ্রব্যের। যদিও এর ফলে উৎপাদন শিল্পে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *