ইয়াবা হেরোইন আর নেশার ইঞ্জেকশনের দাপটে ধ্বংসের মুখে শহরতলীর শ্রীলঙ্কাবস্তি এলাকা
ত্রিপুরা, ১৯ নভেম্বর : শ্রীলঙ্কা বক্তি হারিয়ে যাচ্ছে মাদক নেশার গহ্বরে। পূর্ব থানার অন্তর্গত চন্দ্রপুর বাঁধ লাগোয়া এই বস্তিতে বহু দশক ধরেই প্রচুর পরিবার বসবাস করছে। এই বস্তির বেশিরভাগ মানুষই খেটে খাওয়া অর্থাৎ দিনমজুর শ্রমিক।
চন্দ্রপুর বাঁধ থেকে এই বস্তিতে ঢুকতে গেলে যেরকম হোঁচট খেতে হয় রাস্তায় ঠিক একই রকম ভাবে বছরের পর বছর এই বস্তির কোন উন্নতির লক্ষণ নেই।
উন্নয়নের জন্য নানান দাবী দাওয়া ভুলে এই এলাকার লোকজনদের বরাবরই নানান কথা শুনতে হয়েছে অর্থাৎ হোঁচটই খেতে হয়েছে। এলাকার সাধারণ মানুষও রয়েছেন নানান যন্ত্রণায়। এর মধ্যে গত কয়েক মাস ধরে সবচেয়ে বড় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে মাদক কারবারের বিস্তার। শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এই বস্তির বর্তমান প্রজন্মের..