পুর নিগমের উদ্যোগে সবার জন্য প্রিমেট্রিক স্কলারশিপের সুযোগ দিল সরকার
ত্রিপুরা, ২১ নভেম্বর : ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে বড়সড় চমক ডাবল ইঞ্জিনের সরকারের। নির্দিষ্ট একটি সম্প্রদায়ের জন্য লাও থাকা প্রিমেট্রিক স্কলারশিপ এবার পাবে সবাই। সরকারের উদ্যোগ জানিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বার্তা দিলেন বিরোধীদেরও।
সাফাই কর্মীদের পরিবারের সব পড়ুয়া ছেলেমেয়েদের পড়াশোনার জন্য এবার প্রিমেট্রিক স্কলারশিপ, প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
তারজন্য তিনি সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অভিনন্দন জ্ঞাপন করেন। মেয়র দীপক মজুমদার জানান আগরতলা পুরনিগমের সাফাই কর্মীদের পড়ুয়া ছেলেমেয়েরা প্রিমেট্রিক স্কলারশিপ পাবে ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এখন থেকে আগরতলা পুরনিগমে যে সকল সাফাই কর্মী রয়েছেন তাদের প্রত্যেক পড়ুয়া ছেলেমেয়েদের শিক্ষা ও আর্থ-সামাজিক মানোন্নয়নে প্রিমেট্রিক স্কলারশিপ চালু করা হয়েছে। আগে তপশিলি জাতিভুক্ত সাফাই কর্মীদের পড়ুয়া ছেলেমেয়েরা এই সুবিধা পেতো। এখন সব সম্প্রদায়ের সাফাই কর্মীদের ছেলেমেয়েরা এই সুবিধা পাবে। ২০২১-২২ অর্থবছরে এই প্রকল্প রূপায়ণ শুরু হয়েছে এবং তা ২০২৫-২৬ অর্থবছর অবধি চলবে। শনিবার আগরতলা পুরনিগমের কনফারেন্স হলে আহুত সাংবাদিক সম্মেলনে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার আরও জানান, আগরতলা শহরকে যারা সুন্দর ও পরিচ্ছন্ন..