দিল্লির হাওয়া আরও খারাপ, ৩০০-র ঊর্ধে পৌঁছে গেল বাতাসের গুণগতমান
ত্রিপুরা, ২১ নভেম্বর : রাজধানী দিল্লির বাতাস ফের খারাপের পর্যায়ে পৌঁছে গিয়েছে। শুক্রবার সকালে দিল্লির বাতাসের গুণগতমান ছিল ৩০০-র নীচে, শনিবার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বেড়ে ৩০৩-এ পৌঁছেছে। যা খারাপের পর্যায়েরই পড়ে। দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশের নয়ডা ও হরিয়ানার গুরুগ্রামেও বেড়েছে বায়ুদূষণ।
দিল্লি লাগোয়া নয়ডাতে শনিবার সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩২১ ও গুরুগ্রামে ২৮৩।
বায়ুদূষণ ও ধোঁয়াশার কারণে শনিবার সকালেও দিল্লিতে দৃশ্যমানতা অনেকটাই কম ছিল। খুব কাছের জিনিস স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। বায়ুদূষণের কারণে অস্বস্তি বজায় ছিল এদিনও। দিল্লিবাসী আপাতত দূষণ থেকে পরিত্রাণ চাইছেন, কিন্তু দূষণ মোটেও কাটছে না । কোনও দিন খারাপ হচ্ছে হাওয়া, কোনও দিন সামান্য উন্নতি হচ্ছে।