Feature Newsfleshবিশ্বভারত

ভারতীয়দের সৌদি আরবের ভিসা পাওয়া আরও সহজ হলো

ত্রিপুরা, ২২ নভেম্বর : ভারতীয়দের জন্য ভিসার নিয়ম সহজ করলো সৌদি আরব। এই নিয়মকানুন শিথিল করার কথা জানিয়েছে দিল্লির সৌদি দূতাবাস। দূতাবাস জানিয়েছে, ভারত ও সৌদি আরবের মধ্যে কৌশলি সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে এই পদক্ষেপ। চাকরি কিংবা পড়াশোনার জন্য অথবা প্রবাসী হিসেবে প্রায় ২০ লক্ষ ভারতীয় সৌদির বাসিন্দা। দুই দেশের সম্পর্ক বরাবরই ভাল।

এবার সেই সম্পর্কই আরও মজবুত করার লক্ষ্যে ভারতীয়দের ভিসা প্রদানের নিয়ম আরও শিথিল করল সৌদি আরব।

নতুন নিয়মে সৌদি আরবের ভিসা পেতে এবার থেকে পুলিশ বা থানার ছাড়পত্র লাগবে না । ভিসা পাওয়ার সাধারণ নিয়মেই আবেদনকারিকে পুলিশের ছাড়পত্র পেতে হয়। তার বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই, তা প্রমাণের জন্যই এই সার্টিফিকেট দরকার। তবে ভারতের সঙ্গে বন্ধুত্বের স্বার্থে সৌদি সেই নিয়ম শিথিল করে দিল। দিল্লি দূতাবাসের তরফে টুইট করে জানানো হয়েছে, সৌদি আরব এবং ভারতের মধ্যে সুদৃঢ় সম্পর্কের কথা মাথায় রেখে ভারতীয়দের ভিসার জন্য পুলিশি ছাড়পত্রের সার্টিফিকেট বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাতে এও উল্লেখ রয়েছে, প্রায় ২০ লক্ষ ভারতীয় সে দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করেন, তাতে সৌদি প্রশাসন অত্যন্ত খুশি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *