ইউক্রেনের জন্য গ্রে ঈগল ড্রোন দেওয়ার পুনর্বিবেচনার আহ্বান
ত্রিপুরা, ২৪ নভেম্বর : রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে শক্তিশালী গ্রে ঈগল ড্রোন দেওয়ার অনুরোধ পুনর্বিবেচনার জন্য জো বাইডেন প্রশাসনের প্রতি ১৬ জন মার্কিন সিনেটর আহ্বান জানিয়েছেন। এক চিঠিতে এ আহ্বান জানিয়েছেন তাঁরা। ইউক্রেনে বিভিন্ন স্থাপনায় হামলার ক্ষেত্রে কামিকাজে ড্রোন ব্যবহার করে যাচ্ছে রাশিয়া।
এমন অবস্থায় রুশ বাহিনীকে মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে গ্রে ইগল ড্রোন চাইছে ইউক্রেন।
তবে এখন পর্যন্ত কিয়েভকে শক্তিশালী এ ড্রোন দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করে আসছে বাইডেন প্রশাসন। তাদের আশঙ্কা, ড্রোন ভূপাতিত করা হতে পারে এবং এতে সংঘাতের পরিস্থিতি আরও বেড়ে যেতে পারে। গ্রে ইগল ড্রোন ৮ হাজার ৮০০ মিটার (২৯ হাজার ফুট) উঁচুতে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে উড়তে পারে। চিঠিতে মার্কিন সিনেটররা প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের কাছে জানতে চেয়েছেন, কেন ইউক্রেন যুদ্ধের জন্য এ ড্রোন সরবরাহকে পেন্টাগন যথার্থ মনে করছে না। এ ব্যাপারে ব্যাখ্যা দিতে অস্টিনকে৩০ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন তাঁরা। দুই দলের ১৬ জন সিনেটর এ চিঠিতে স্বাক্ষর করেছেন। এদিকে গতকাল মঙ্গলবার সকালে ক্রিমিয়ায় রাশিয়া নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোঝায়েভ ঘোষণা করেছেন, সেভাস্তোপোল শহরে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ সেভাস্তোপোল শহরটিতে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী সক্রিয় আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাজভোঝায়েভ..