অবৈজ্ঞানিক ট্রাফিক সিগন্যালে বাড়ছে যানজট
ত্রিপুরা, ২৪ নভেম্বর : রাজ্য ট্রাফিক দপ্তর আধুনিক হলেও আধুনিক হন নি ট্রাফিকবাবুরা। শহরের বিভিন্ন রাস্তায় ট্রাফিকবাবুদের ট্রাফিক সিগন্যালের সময় নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। অন্যদিকে ইলেক্ট্রনিক্স সিগন্যাল বিভ্রাটের কারনে নাজেহাল যানচালকেরা। সিগন্যাল টাইমিংয়ের কারনে যানজট এখন চরম আকার ধারন করছে রাজধানীতে। নাজেহাল জনজীবন।
গত কয়েক বছরে স্মার্ট সিটি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এবং ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রতিটি চৌরাস্তায় লাগানো হয়েছে ইলেক্ট্রনিক্স সিগন্যাল সিস্টেম।
কিন্তু যে পরিকল্পনার কথা মাথায় রেখে এই সিগন্যাল গুলি বসানো হয়েছে তা মূলত আগরতলার মতো শহরে কোনভাবেই কাজে আসছে না। কারন একই রাস্তায় চলছে অটো, রিক্সা, টমটম, সাইকেল, বাস সহ অন্যান্য যানবাহন। ফলে রাজধানীতে কোন যানবাহনই স্বচ্ছন্দে চলাচল করতে পারছে না। কারন অধিকাংশ সিগন্যাল গুলিতে দেখা যাচ্ছে স্টপ সিগন্যালের তুলনায় গ্রিন সিগন্যালের সময় অনেকটাই কম। আবার কোথাও গ্রীন সিগন্যাল এতটা বেশি সময় রাখা হয়েছে..