ভারতে ডিজিটাল মিডিয়া নিয়ে শীঘ্রই আইন
ত্রিপুরা, ২৫ নভেম্বর : কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বললেন যে সরকার শীঘ্রই ডিজিটাল মিডিয়া নিয়ে আইন আনতে চলেছে। ডিজিটাল মাধ্যমে নিয়ন্ত্রণ আনতেই এই আইন আনা হচ্ছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি দাবি করেছেন যে, একসময় খবরের মাধ্যম শুধুমাত্র একটা ছিল, এখন সময় বদলে গিয়েছে।
এখন সংবাদমাধ্যম আর একটা নেই। প্রিন্ট মিডিয়াম ছাড়াও ইলেকট্রনিক মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া আছে।
কী বলেন অনুরাগ ঠাকুর ঠাকুর আরও বলেছেন যে, ডিজিটাল মিডিয়া এখন ছোট ছোট গ্রামে পৌঁছে গিয়ে খবর জোগাড় করে আনে। সেখান থেকে সেই খবর জাতীয় স্তরে পৌঁছে যাচ্ছে। তার মতে বেশিরভাগ প্রিন্ট, ইলেকট্রনিক এবং ডিজিটাল মাধ্যমকেই সরকার স্ব নিয়ন্ত্রণ করেই রেখেছে। এবার কলকাতায় একেনবাবু তিনি বলেন যে, ডিজিটাল মিডিয়া যেমন সুযোগ তৈরি করে তেমন আবার এর অনেক সমস্যাও রয়েছে। এই দুইয়ের মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হবে। সেটা করবার জন্যই সরকার ভাবছে যে এর জন্য কিছু করা প্রয়োজন। আমি বলব যে পরিবর্তন হবে তাকে আইনের আয়তায় আনতে হবে। আর এটা করে আমরা আপনার কাজ শক্ত নয়..