Feature NewsfleshNewsভারত

কেন্দ্র জানাল ঔষধেও বসবে কিউ আর কোড

ত্রিপুরা, ২৫ নভেম্বর : কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে যে ৩০০টি বহুল ব্যবহৃত ঔষধের ব্র্যান্ডে কিউ আর কোড বসাবে। এর বিশ্বাসযোগ্যতা এবং এর খোঁজ মেলার জন্য এমনটা করা হবে বলে জানা গিয়েছে। এর আনালজেসিক্স, ভিটামিন, ডায়াবেটিস এবং প্রেসারের ঔষধে এটা দেওয়া হবে। এই সিদ্ধান্ত জুন মাসেই নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ততা নিশ্চিত হয়েছে এই মাসে।

ঔষধের ব্র্যান্ডগুলির মধ্যে রয়েছে ভোলো, এলেরগা, স্যারিডন, কোরেক্স।

সূত্রের খবর বলছে যে ফার্মাসিউটিক্যাল এই বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় লেগেছে প্রায় ১৮ মাস। স্বাস্থ্য মন্ত্রক এই বিষয়টি প্রয়োগ করতে প্রয়োজনীয় সমস্ত নিয়ম পালন করেছে যা রয়েছে ১৯৪৫ এর আইনে। মার্চ মাসে মন্ত্রক ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যালকে ৩০০টি ঔষধে যে এই কিউ আর কোডের বিষয় তা নিয়ে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *