ইউক্রেনের বহুলক্ষ মানুষ শীতে বিদ্যুৎ না থাকায় সঙ্কটে : হু
ত্রিপুরা, ২৫ নভেম্বর : বিদ্যুৎ সংকটের কারণে এবারের শীতে ইউক্রেনের বহুলক্ষ মানুষ ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির ইউরোপের আঞ্চলিক পরিচালক হানস হেনরি পি ব্লগ বলেন, ইউক্রেনের অর্ধেকের বেশি বিদ্যুৎ কাঠামো হয় ক্ষতিগ্রস্ত, না হয় ধ্বংস হয়ে গেছে।
সম্প্রতি ইউক্রেনে এবারের শীতের প্রথম তুষারপাত হয়েছে।
দেশের কিছু কিনলে তাপমাত্রা মাইনাস ২০ ডিপিসিয়াসে নেমে যাবে বলে অনুমান করা হচ্ছে। ডব্লিউএইচও-এর হিসাব বলছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শুরু থেকে এ পর্যন্ত স্বাস্থ্য সেবা কাঠামোতেও ৭০৩টি হামলার ঘটনা ঘটেছে। গত রাশিয়া ইউক্রেনের আরও বিদ্যুৎ উৎপাদন স্থাপনা এবং অসামরিক ভবনে গোলাবর্ষণ করেছে। পর্যবেক্ষকরা মনে করছেন, যুদ্ধক্ষেত্রে ব্যর্থতার কারণে এ..