পুলিশ পেট্রোলিং গাড়ির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
ত্রিপুরা, ২৭ নভেম্বর : রাজ্যে যানবাহন বেড়েছে প্রায় ৩০ শতাংশ। এই জায়গায় ইদানিং কালে দুর্ঘটনা কমেছে ৬ শতাংশ। এর থেকে স্পষ্ট, রাজ্যে দুর্ঘটনা অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। শুক্রবার রাজ্যের চারটি জেলার হাইওয়েতে দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য হাইওয়ে পেট্রোলিং গাড়ির যাত্রাপথের সূচনা করে একথা বলেন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আসাম আগরতলা জাতীয় সড়কে যান দুর্ঘটনা সহ অন্যান্য অপরাধমূলক ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। তাই আগরতলা থেকে সাক্রমের পর এবার আগরতলা থেকে চুড়াইবাড়ি পরাস্ত জাতীয় সড়কের নিরাপত্তা সুনিশ্চিত করতে হাইওয়ে পেট্রোলিং -এর উদ্যোগ নিয়েছে আরক্ষা প্রশাসন তথা ট্রাফিক পরে। শুক্রবার উমাকান্ত একাডেমী স্কুলের সামনে থেকে এক অনুষ্ঠানের..