দেশজুড়ে লক্ষ লক্ষ ভুয়ো আধার কার্ড, অস্বস্তিতে কেন্দ্র
ত্রিপুরা, ২৭ নভেম্বর : প্রতারণার হাতিয়ার আধার কার্ড! আর এটাই এখন নরেন্দ্র মোদি সরকারের সবথেকে বেশি উদ্বেগের কারণ। সেটাই প্রবল উদ্বেগে রেখেছে কেন্দ্রকে। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে লক্ষ লক্ষ জাল আধার কার্ড। ইতিমধ্যে প্রায় ৭ লক্ষ এমন ভুয়ো আধার বাতিল করেছে আধার নিয়ন্ত্রক ও পরিচালন সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)।
কিন্তু এই কি সব সরকারের অন্দরমহল নিশ্চিত, এই ৭ লক্ষ জাল কার্ড হিমশৈলের চূড়া মাত্র।
কারণ মনে করা হচ্ছে, জাল আধারের শিকড় ছড়িয়ে অনেক গভীরে। এই ধরনের ভুয়ো আধার কার্ড তৈরিকে রীতিমতো কুটির শিল্প তথা লাভজনক ব্যবসায় পরিণত করেছে একটা চক্র। তাই জাল আধার নির্মূল করতে বাধ্য হয়ে ইউআইডিএআই এবার অভিযানে নেমেছে। কেন্দ্রীয় সরকারের নজরে এসেছে, জাল আধার ব্যবহার করে সরকারি পরিষেবায় নাম লেখানো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং বিভিন্ন সরকারি কার্ড তৈরি চলছে রমরমিয়ে। সর্বত্র প্রতারণা আর দুর্নীতির আখড়া। কেন্দ্রীয় সরকারের সিংহভাগ জনকল্যাণমুখী প্রকল্পেরই সুবিধা পেতে হলে সবার আগে আধার কার্ড প্রয়োজন। কিন্তু ভুয়ো পরিচয়পত্র ব্যবহারের ফলে প্রকৃত উপভোক্তাই সুবিধা পাচ্ছেন না। এর পাশাপাশি, অন্যের আধার তথ্য হাতিয়ে, শুধু ছবি..