বাংলাদেশের সস্তা কেরোসিন পাচার হয়ে রাজ্যের বাজারে
ত্রিপুরা, ২৮ নভেম্বর : একসময় ছিল বাংলাদেশে কেরোসিন তেলের মূল্য চড়া হওয়ায় ত্রিপুরা থেকে সীমান্ত ডিঙিয়ে চোরাপথে বাংলাদেশে কেরোসিন পাচার হতো। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার আগে অবৈধ উপায়ে বাংলাদেশে কেরোসিন পাচার হতো। কিন্তু এখন অবাক করার মতো বিষয় হলো, বাংলাদেশের তুলনায় ভারত তথা ত্রিপুরায় কেরোসিন তেলের মূল্য অনেক বেশি। আগরতলায় সরকারী ন্যায্যমূল্যের দোকানে প্রতি লিটার কেরোসিন তেলের মূল্য ৮১ টাকা ৫৬ পয়সা।
আর বাংলাদেশ থেকে যে কেরোসিন তেল সীমান্ত ডিঙিয়ে চোরাপথে ত্রিপুরায় পাচার হচ্ছে সেই কেরোসিনের মূল্য পড়ছে ভারতীয় মুদ্রায় প্রতি লিটারে ৪৫ টাকা।
বিস্ময়কর ব্যাপার হলো, যেখানে ত্রিপুরায় সরকারী ন্যায্যমূল্যের দোকানে প্রতি লিটার কেরোসিন তেলের মূল্য ৮১ টাকা ৫৬ পয়সা সেখানে বাংলাদেশে কেরোসিন তেলের মূল্য অনেকটা কম। ফলে প্রতিদিন এখন সোনামুড়া সহ বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাপথে বাংলাদেশের কেরোসিন তেল ত্রিপুরায় ঢুকছে। আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন জায়গায় বাংলাদেশের কেরোসিন তেল এখন বিক্রি হচ্ছে। তবে বাংলাদেশের কেরোসিন তেল ৪৫ টাকা করে প্রতি লিটার আনা হলেও পাচারকারীরা কিন্তু এই মূল্যে কেরোসিন তেল ত্রিপুরায় বিক্রি করছে না। লাভের অংশ অনেকটা বৃদ্ধি করে। ৬৫-৭০ টাকায় বিক্রি করে দিচ্ছে বলেও বাজার সূত্রে জানা গেছে।