মহাকাশচর্চায় ঐতিহাসিক বন্ধুতা ! ভুটানের উপগ্রহ মহাকাশে পৌঁছে দিল ভারত
ত্রিপুরা, ২৮ নভেম্বর : হালের বিশ্বে সুষ্ঠু বৈদেশিক সম্পর্কই হল সুস্থ ভাবে বেঁচে থাকার চাবিকাঠি। শত্রুতা নয় বন্ধুতা– এটাই মূল মন্ত্ৰ । ভারত এই তত্ত্বেই বিশ্বাসী। এবং সেটা আবার প্রমাণিত হল। ভারত এবার মহাকাশচর্চায় নতুন নজির সৃষ্টি করল। ভারত মহাকাশে পৌঁছে দিল ভুটানের উপগ্রহ। আর এরই সঙ্গে পারস্পরিক যৌথতায় মহাকাশচর্চার ক্ষেত্রে সূচিত হল নতুন যুগ। দুদেশের বিজ্ঞানীরা এই প্রজেক্টটির জন্য যৌথ ভাবে কাজ করেছেন।
অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান সেন্টার থেকে এই উপগ্রহের উৎক্ষেপণ হয়েছে।
ভুটানের তরফে উপস্থিত ছিলেন সে দেশের তথ্য ও জনসংযোগ মন্ত্রী কার্মা ডনেন ওয়াংড়ি । সমস্ত প্রজেক্টটি যথাযথভাবে সুসম্পন্ন করার জন্য এবং এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ভুটানের প্রধানমন্ত্রী ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভারতকে ধন্যবাদও জানিয়েছেন। যৌথ ভাবে এই স্যাটেলাইটটির সফল উৎক্ষেপণের পাশাপাশি আরও আটটি ন্যানোস্যাটেলাইটএদিন শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান..