৫০০ টাকার নোট সরিয়ে ২০ টাকা!
ত্রিপুরা, ২৯ নভেম্বর : এ যেন একেবারে সুকুমার রায়ের ‘হযবরল’ কাহিনির মতো ‘ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল’। হাতসাফাইয়ের এমন নিপুণ খেলা দেখে হাততালি দিতে ইচ্ছে করতে পারে। কিন্তু বিষয়টা যে কোনও ম্যাজিক শো নয়। বরং এক চূড়ান্ত অনভিপ্রেত প্রতারণা। ট্রেনে কিংবা রেল স্টেশনে হাজার লোকের মেলায় অনেক সময়ই প্রতারিত হতে হয় রেলের যাত্রীদের। কিন্তু এখানে প্রতারক যে খোদ রেলকর্মীই।
চোখের নিমেষে তিনি ৫০০ টাকার নোটকে করে দিতে পারেন ২০ টাকার নোট!
মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। যার জেরে বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছেন ওই কর্মী। নেট ভুবন জুড়ে বিতর্কের ঝড় । ঠিক কী দেখা যাচ্ছে ভিডিওয়? এক যাত্রী ১২৫ টাকার টিকিট কাটতে একটি ৫০০ টাকার নোট দিচ্ছেন দক্ষিণ দিল্লির নিজামুদ্দিন স্টেশনের কাউন্টারে বসা কর্মীকে। কিন্তু তিনি মুহুর্তের মধ্যেই ৫০০ টাকার নোটটি হাতসাফাই করে সরিয়ে..