নির্বাচনি কাজে এনফোর্সমেন্ট টিম মূল্যবৃদ্ধি রুখতে অভিযান শিকেয়
ত্রিপুরা, ১ ডিসেম্বর : রাজ্য সরকারের গঠিত এনফোর্সমেন্ট টিমের সমস্যরা নির্বাচনের কাজেও সরকারের অন্যান্য কাজে যুক্ত হয়ে পড়ায় বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখভালে বাজারে পা দিচ্ছেন না। গত ১৫ দিন আগে খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেবের নির্দেশে খাদ্য দপ্তরের অধিকর্তা সদর মহকুমাশাসককে দিয়ে একজন ডিসিএমের নেতৃত্বে পাঁচ সদস্যের এনফোর্সমেন্ট টিম গঠন করেন। তারপর তিন-চারদিন এনফোর্সমেন্ট টিম বাজারে যাচ্ছে ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে বাজার অভিযানে যায়।
মহারাজগঞ্জ বাজার ও বটতলা বাজারে অভিযানে যায় এনফোর্সমেন্ট টিমের সদস্যরা।
কিন্তু এখন আর এনফোর্সমেন্ট টিম বাজারে পা দিচ্ছে না। ব্যস্ত হয়ে পড়েছে নির্বাচন সংক্রান্ত কাজে ও সরকারের অন্যান্য কাজে। এনফোর্সমেন্ট টিম বাজারে না পাওয়ায় অসাধু ব্যবসায়ীরা মূল্যবৃদ্ধি করে যথেচ্ছ মূল্য নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। খুচরো ব্যবসায়ীদের অভিযোগ হলো পাইকারি ব্যবসায়ীর দোকান থেকে বর্ধিত মূল্য দিয়ে চাল, ডাল, ভোজ্যতেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনতে হচ্ছে। তাই খুচরো বাজারেও মূল্যবৃদ্ধি পাচ্ছে। তাতে ক্রেতা সাধারণের উপর মূল্যবৃদ্ধির চাপ পড়ছে। পাইকারি ব্যবসায়ীদের দাবি হলো বহি:রাজ্যের উৎসস্থলে প্রতিনিয়ত মূল্যবৃদ্ধি পাচ্ছে। বর্ধিত মূল্যে পাইকারি ব্যসসায়ীরা এই সব জিনিসপত্র কিনে আনছেন বলে পাইকারি ব্যবসায়ীদের বক্তব্য। এদিকে ক্রেতা সাধারণের বক্তব্য হলো লাগামছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য কেবল বেড়ে চলেছে। গরিব ও কম রোজগারের মানুষ মূল্যবৃদ্ধির ছ্যাঁকায় চরম সঙ্কটে ও বিপাকে পড়েছেন। তার মধ্যে বিস্ময়ের ব্যাপার হলো এখন বাজারে যথেচ্ছ অনিয়ম-বেনিয়মভাবে মূল্যবৃদ্ধি ঘটছে বলে অভিযোগ ওঠায় তা দেখভালে এনফোর্সমেন্ট টিমও আটকে পড়েছে।