কোভিড ভ্যাকসিন সংক্রান্ত মৃত্যুতে সরকারকে দায়ী করা যাবে না: কেন্দ্র
ত্রিপুরা, ৩ ডিসেম্বর : সুপ্রিম কোর্টকে ২৯ নভেম্বর কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে, কোভিডের ভ্যাকসিন নেওয়া নিয়ে কোনও আইনি বাধ্যবাধ্যকতা নেই। শুধু তাই নয়, ভ্যাকসিন সংক্রান্ত কোনও মৃত্যু হয়ে তার জন্য দায়ী সরকার নয়।
কেন্দ্র জানিয়েছে, সরকার শুধু জনস্বার্থে ভ্যাকসিন নিয়ে উৎসাহ প্রদান করছে।
উল্লেখ্য, ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ায় এক বালিকার মৃত্যু ঘিরে সুপ্রিম কোর্টে একটি মামলা যায়। সেই মামলার নিরিখে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের তরফে নিজের অবস্থান স্পষ্ট করে কেন্দ্র। কেন্দ্র জানিয়েছে, এই মৃত্যু খুবই মর্মান্তিক, তবে তাতে সরকারকে দোষী ঠাওরানো যাবে না। কেন্দ্রের তরফে দায়ের করা ২৩ নভেম্বরের হলফনামায় জানানো হয়..