Feature NewsfleshNewsত্রিপুরা

জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ সহ মন্ত্রিসভার কিছু সিদ্ধান্ত জানালেন তথ্যমন্ত্রী

ত্রিপুরা, ৩ ডিসেম্বর : বৃহস্পতিবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে আবারও ২০০ জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রীসভার বিভিন্ন সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, কিছুদিন আগে ২০০ জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।

ইতিমধ্যেই পরীক্ষার জন্য টিপিএসসি বিজ্ঞাপনও দিয়েছে।

তারপরেও বৃহস্পতিবার দিন মন্ত্রীসভার বৈঠকে আরও ২০০ জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রুপ-এ এবং গ্রুপ-বি পদে সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল বিভাগে এই ২০০ জন নিয়োগ করা হবে। ফলে রাজ্য সরকারের পূর্ত দপ্তর আগামীদিন ৪০০ জন জুনিয়র ইঞ্জিনিয়ার পাবে। অন্যদিকে মন্ত্রীসভার অপর এক সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে তথ্যমন্ত্রী জানান, মন্ত্রীসভার বৈঠকে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *