কিছু করবার মানসিকতা থাকতে হবে : প্রজাপতি উৎসবে সুশান্ত
ত্রিপুরা, ৫ ডিসেম্বর : রাজ্যের জন্য, দেশের জন্য ও সমাজের কিছু করার মানসিকতা থাকতে হবে, কিছু করার মানসিকতাই বড়। সেই মানসিকতা নিয়েই কাজ করছে সরকার। রাজ্য এগিয়ে চলছে নতুন কিছু করার মধ্য দিয়ে, আগামীদিনে এরাজ্য ত্রিপুরা ছোট্ট রাজ্য হলেও এগিয়ে যাচ্ছে নতুন এক ত্রিপুরার দিকে ত্রিপুরাতে রয়েছে পর্যটন শিল্প বিকাশের অফুরন্ত সম্ভাবনা।
বর্তমান সরকার প্রথম থেকেই পর্যটন শিল্পকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে।
ছবিমুড়া, নারে কলকুঞ্জ, ঊনকোটি, নীরমহল সহ রাজ্যের প্রত্যেকটি পর্যটন কেন্দ্র প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রয়েছে। এসকল স্পটগুলোকে আন্তর্জাতিক পর্যটন স্থল হিসেবে গড়ে তুলতে হবে। এতে পর্যটকদের আকর্ষণ বৃদ্ধি করা যাবে। আয় বাড়বে রাজ্যের। বন দফতরের উদ্যোগে রবিবার আগরতলার হেরিটেজ পার্কে আয়োজিত প্রজাপতি উৎসব 2022 “র উদ্বোধন করে ভাষা..