আজ গুজরাটের শেষ দফার ভোট
ত্রিপুরা, ৫ ডিসেম্বর : রাত পোহালেই গুজরাতের দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। ১৮২ টি কেন্দ্রের মধ্যে ৯৩ টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। বিধানসভায় নরেন্দ্র মোদী দাঁড়াতেন মনিনগর কেন্দ্রে। আর বারাণসি থেকে লোকসভায় যাওয়ার পরে তিনি রানিপ ভোট কেন্দ্রের ভোটার রয়ে গিয়েছেন। দ্বিতীয় দফার নির্বাচনের দিন তাই নজর থাকছে এই বুথের দিকে। দ্বিতীয় দফার ভোট শুরু হবে সকাল আটটায় আর শেষ হবে বিকেল ৫ টায়। আহমেদাবাদের চিহ্ন ফায়ার অফিসার অনিরুদ্ধ গাধভি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী যে বুথে ভোট দেবেন, সেখানে আসা-যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রী আসা যাওয়ার সময় ট্রাফিকের জন্য বিকল্প পথের পরিকল্পনা করা হয়েছে।
সেখানে দমকলের আধিকারিকদের স্ট্যান্ডবাই করা হয়েছে। এছাড়াও জরুরি স্থানান্তরের জন্য পরিকল্পনা তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ১ ডিসেম্বর, গুজরাত নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছিল ৬৩.৩১ শতাংশ। এই পরিসংখ্যান অবশ্য ২০১৭ সালের ওই ৮৯ টি আসনের ভোটদানের তুলনায় কম। এবার প্রথম দফায় যে ৮৯ টি আসনে নির্বাচন হয়েছে, সেই আসনগুলিতে ২০১৭ সালে ভোটদানের হার ছিল ৬৬.৭৫ শতাংশ। উল্লেখ করা যেতে পারে এবার প্রথম দফার নির্বাচনে গুজরাতের সৌরাষ্ট্র, কচ্ছ এবং দক্ষিণ গুজরাতের ১৯ টি জেলার নির্বাচন হয়েছে। টানা সপ্তমবার জয়ী হতে কোনও চেষ্টাই বাকি নেই..