Feature Newsfleshত্রিপুরারাজনীতি

হাসপাতালে সাধারণ রোগীর মতই পরিষেবা নিলেন মুখ্যমন্ত্রী

ত্রিপুরা, ৬ ডিসেম্বর : পুলিশ টিএসআর আর পিজি না থাকলে কেউ বুঝতেই পারতেন না তিনি মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা! ভিভিআইপি-রা যেমন হন, তিনিও তা-ই, রাজ্যের মুখ্যমন্ত্রী। ভিভিআইপি তিনি, সুতরাং বেসরকারি দামী হাসপাতালে তার চিকিৎসা চলবে, সাধারণ রোগশোক হলেও তিনিও দিল্লি চলে যাবেন, এইমস কিংবা বেদান্ত বা নামীদামী হাসপাতাল থেকে নেবেন পরিষেবা। প্রাক্তনদের চালচলন দেখে দেখে, এটাই হয়তো বিশ্বাস ছিল অধিকাংশের।

কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি ত্রিপুরার মুখ্যমন্ত্রী কোনো হাঁকডাক ছাড়াই সাধারণ একজন রোগীর মতোই চিকিৎসা করাতে ছুটে যান সরকারি হাসপাতালে, জিবি বা টিএমসিতে।

ফটোশ্যুট বা ঢালাও প্রচার ছাড়াই টিএমসি অ্যান্ড ড বিআর আমবেদকর টিচিং হসপিটালে সোমবার চিকিৎসা করান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা। তার আগে জিবি হাসপাতালেও ছুটে গিয়ে সাধারণ একজন রোগীর মতোই চিকিৎসা করিয়েছিলেন তিনি। ভিভিআইপি এলে হাসপাতালে দৌড়ঝাঁপ শুরু, সাধারণ রোগীদের বাদ ভিভিআইপি সেবা করার দীর্ঘদিনের ছবিও পাল্টে যায় ডা সাহার আগমনে। কারণ একঝাঁক চিত্র সাংবাদিক আর আইটি সেলের মোবাইল লাইভ ছাড়াই, আলোক বৃত্তে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *