মুখ্যমন্ত্রীর সাক্ষাত না পেয়ে হতাশ এস টি জি টি উত্তীর্ণরা
ত্রিপুরা, ৬ ডিসেম্বর : এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত বেকার যুবক-যুবতীদের অবিলম্বে একসাথে নিয়োগের দাবিতে আবারও সোচ্চার চাকুরী প্রত্যাশী বেকাররা। ইতিমধ্যেই তারা গঠন করেছে ত্রিপুরার টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন। আগরতলা প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশনের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একই দাবি পুনরায় উত্থাপন করে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন কর্মকর্তারা।
আগামী কিছুদিনের মধ্যে সরকার দাবি আদায়ে সদর্থক ভূমিকা গ্রহণ না করলে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিলেন চাকুরী প্রত্যাশীরা।
সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার তথা এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা একসাথে নিয়োগের দাবিতে আবারো রাজ্যের মুখ্যমন্ত্রীর দারস্থ হবার চেষ্টা করলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে না পেরে হতাশ হয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সংবাদ মাধ্যমের দারস্থ হলেন তারা। সোমবার এই বেকারদের এক প্রতিনিধি দল সাতসকালে ছুটে যান মুখ্যমন্ত্রীর নিজ বাসভবনে। কিন্তু মুখ্যমন্ত্রী অন্য কাজে ব্যস্ত থাকায় তাদের সময় দিতে পারেননি। ফলে নিরুপায় হয়েই এদিন আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন তারা। প্রসঙ্গত উল্লেখ্য নিজেদের দাবি আদায়।