কেঁপে উঠল বঙ্গোপসাগরের তলদেশ, ফের কি সুনামির ইঙ্গিত ?

ত্রিপুরা, ৬ ডিসেম্বর : কেঁপে উঠল বঙ্গোপসাগরের তলদেশ। দক্ষিণ ২৪ পরগনা থেকে ঢিল ছোড়া দূরত্বে বঙ্গোপসাগরে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.১। কাকদ্বীপ থেকে কম্পনের উৎস্যস্থলের দূরত্ব ছিল ৩৫০ কিলোমিটার। আর বাংলাদেশের উপকূল থেকে ৩৪১ কিলোমিটার। তাতেই শঙ্কার প্রহর গুনতে শুরু করেছে ভূবিজ্ঞানীরা। তাঁরা আশঙ্কা করছেন ফের ধেয়ে আসতে পারে ভয়াবহ সুনামি। ফের কম্পন। এবার ভূমিকম্প সমদ্রের তলদেশে।

যদিও সুনামির মত ভয়াবহ ঘটনা এখনও ঘটেনি।

তবে সেটা যে ঘটবে না এমন কথাও নিশ্চিত করে বলতে পারছেন না ভূবিজ্ঞানীরা। তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন এই নিয়ে। সবচেয়ে আতঙ্কের খবর পশ্চিমবঙ্গের উপকূল থেকে কয়েকশো কিলোমিটার দূরেই রয়েছে এই ভূমিকম্পের উৎস্যস্থল। কাকদ্বীপ থেকে ৩৫০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের তলদেশে। শুধু পশ্চিমবঙ্গের উপকূল নয় বাংলাদেশের উপকূল এবং ওড়িশা উপকূলেও তার জেরে সুনামি হতে পারে। যদিও ভূবিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন আপাতত সুনামির কোনও সম্ভাবনা নেই। বাংলাদেশের কক্সবাজার থেকে ৩৪১ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎস্যস্থল। তার জেরে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। বঙ্গোপসাহরে কম্পনের প্রভাব পড়েছে ভারতেও। অরুণাচল প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে। সকাল সাতটা নাগাদ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *