আইজিএম হাসপাতালে এমআরআই মেশিন নেই
ত্রিপুরা, ৬ ডিসেম্বর : রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত শতবর্ষের বেশি পুরানো আইজিএম হাসপাতালে রোগীর রোগনির্ণয়ে এখনও এমআরআই মেশিন বসানো হয়নি। গত ২০০৫ সালে জিবি হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতাল করার পর আইজিএমকে স্টেট রেফারেল হাসপাতাল হিসাবে স্বীকৃতি দেয় তৎকালীন সময়ে রাজ্য সরকার।
কিন্তু স্টেট রেফারেল হাসপাতাল হিসাবে স্বাস্থ দপ্তরের রেকর্ডে আইজিএমের স্বীকৃতি থাকলেও এখনও সেইভাবে রোগীর চিকিৎসা পরিষেবায় পরিকাঠামো গড়ে উঠেনি।
সব রোগ বিভাগে রোগী ভর্তি রাখার জন্য ইনডোর এখনও চালু হয়নি। অস্থি ইনডোরও নেই। সার্জিক্যাল ইনডোর থাকলেও রাত ৯টা, ১০টার রোগী এলেও ভর্তি নেওয়া হয় না। চিকিৎসক পরিকাঠামোর সঙ্কটের জন্য অস্থি রোগী ভর্তি নেওয়ার ব্যবস্থা নেই। সার্জিক্যাল ইনডোরেও একই অবস্থার..