৫ টাকা করে কমতে পারে পেট্রোল ডিজেলের দাম
ত্রিপুরা, ৬ ডিসেম্বর : টানা ৭ মাস যাবৎ বাড়েনি জ্বালানি তেলের মূল্য। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও মাসে একাধিক বার কমার কারণে আগামী দিনগুলিতে জ্বালানির দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্যভাবে, গত কয়েক সপ্তাহ ধরে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলারই রয়েছে এবং সর্বোপরি নভেম্বরে অপরিশোধিত তেলের দাম প্রায় ৭ শতাংশ — কমেছে। পেট্রোপণ্যের মূল্য স্থির থাকার উপর ভিত্তি করেই আইআইএফএলের সিকিউরিটিজ ডিরেক্টর সঞ্জীব ভাসিন শুক্রবার আগাম ইঙ্গিত দিয়েছেন যে, সোমবার পেট্রোল এবং ডিজেলের দাম কমপক্ষে ৫ টাকা কমতে পারে।