উত্তর পূর্বাঞ্চলে বাণিজ্য বাড়াতে আগ্রহী বাংলাদেশ
ত্রিপুরা, ৭ ডিসেম্বর : অবিভক্ত ভারতের শিলচর তথা বরাক উপত্যকা সিলেটের মধ্যে ছিল। দেশ ভাগের ফলে একটি অংশ রয়ে যায় পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে আর আরেকটি অংশ থেকে যায় ভারতে। ভাষা সংস্কৃতি সবই এক মধ্যে শুধু একটা সিমান্ত বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র গঠন হওয়ার পর এই প্রথম শিলচরে অনুষ্ঠিত হলো। শিলচর – সিলেট উৎসব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডঃ রাজকুমার রঞ্জন সহ ভারত সরকারের সাংসদ মন্ত্রীগণ। শিলচরের সাংসদ রাজদীপ বায় ছিলেন গোটা অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক।
শনিবার রাতে শিলচর-সিলেট উৎসবের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিদেশ মন্ত্রী ডঃ একে আব্দুল মোনেন এর ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. রাজকুমার রঞ্জন সিংয়ের সঙ্গে এক অনির্ধারিত আলোচনা হয়।
এই সম্মেলনে দুটো দাবি উঠেছে। এরমধ্যে একটি হল গুয়াহাটি থেকে সিলেট হয়ে ঢাকা পরাস্ত ফ্লাইট পরিচালনা। আরেকটি হল শিলচর-সিলেট সরাসরি বাস চলাচল। পাশাপাশি গুয়াহাটি থেকে শিলং হয়ে সিলেট ওপর দিয়ে সরাসরি ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ চালু করা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, গুয়াহাটি থেকে সিলেট হয়ে ঢাকার ফ্লাইট চালুর বিষয়টি যাতে দ্রুত হয় সেজন্যর দিল্লিকে প্রস্তাব দিয়েছেন। তাছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়েছেন উত্তর পূর্ব ভারতের সঙ্গে যাতে ব্যজবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়ে। তাতে উভয়েরই মঙ্গল হবে।