ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার এক
ত্রিপুরা, ৭ ডিসেম্বর : রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বলেছিল রাজ্যকে নেশা মুক্ত ত্রিপুরা হিসাবে গড়ে তুলবে। কিন্তু একাংশ নেশা কারবারি সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চালিয়ে যাচ্ছে নেশার রমরমা বাণিজ্য।
আর বেশিরভাগ নেশার রমরমা বাণিজ্যে নেশা কারবারিদের সাথে হাত রয়েছে একাংশ পুলিশের।
আর নেশার রমরমা বাণিজ্যের ফলে বর্তমান যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। বিশেষ করে বিশালগড় মহকুমায় দিনের পর দিন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে নেশা বাণিজ্য। বিশালগড় থানার অন্তর্গত অফিসটিলা, রেল স্টেশন সহ বিভিন্ন এলাকায় নেশা কারবারিরা চালিয়ে যাচ্ছে নেশা বাণিজ্য। কিন্তু বিশালগড় থানার পুলিশকে বেশিরভাগ সময়ই দেখা যায় থুটু জগন্নাথের ভূমিকায়। তবে বিগত কিছু দিন ধরে একের পর এক সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসে বিশালগড় থানার ওসি বাদল চন্দ্র সাহা। সেই অনুযায়ী রবিবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ মধ্য ব্রজপুর এলাকার সুমন..