মুখ্যমন্ত্রীর কনভয়ের গাড়ির ধাক্কায় আহত ৮০ বছরের বৃদ্ধা
ত্রিপুরা, ৯ ডিসেম্বর : মুখ্যমন্ত্রী মানিক সাহার কনভয়ের নিরাপত্তায় থাকা বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাসের গাড়ির ধাক্কায় আহত ৮০ বছরের উপজাতি বৃদ্ধা বিশ্ব লক্ষ্মী দেববর্মা। স্বামীর নাম পুশরাই দেববর্মা (৮৫)। বাড়ি জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত জগাই বাড়ি এডিসি ভিলেজ কমিটির ২ নং ওয়ার্ড এলাকায়। বৃহস্পতিবার ছিল বিশ্রামগঞ্জ বাজারবার। বিশ্রামগঞ্জ বাজারবারে দূর দূরান্ত থেকে উপজাতিরা বাজারে এসে কেনাকাটা করে।
বৃহস্পতিবার বৃদ্ধা বিশ্ব লক্ষ্মী দেববর্মা বিশ্রামগঞ্জ বাজারে এসেছিলেন কেনাকাটা করার জন্য।
ঘড়ির কাঁটা ঠিক ১১:০০ টায় বিশ্বলক্ষী দেববর্মা বিশ্রামগঞ্জ বাজারে জাতীয় সড়ক পারাপার হবার সময় মুখ্যমন্ত্রীর কনভয়ের নিরাপত্তায় থাকা বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাসের গাড়ির ধাক্কায় জাতীয় সড়কে ছিটকে পড়ে যায় তিনি। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর গাড়ি এবং কনভয়ে থাকা সমস্ত গাড়িগুলো বিশ্রামগঞ্জ বাজারে জাতীয় সড়কে থেমে যায়। এস ডি পি ও রাহুল দাস এবং তার সঙ্গে থাকা সমস্ত পুলিশ কর্মীরা, গাড়ি থেকে নেমে জাতীয় সড়ক থেকে বিশ্ব লক্ষ্মী দেববর্মা কে এস ডি পি ও র গাড়িতে তুলে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।। মুখ্যমন্ত্রী নিজে ও বিশ্রামগঞ্জ বাজারে গাড়ি থামিয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে। মুখ্যমন্ত্রী নিজে আহত..