কার্ড ঢোকালেই সোনা, প্রথম গোল্ড এটিএম চালু হায়দরাবাদে
ত্রিপুরা, ৯ ডিসেম্বর : প্লাস্টিকের কার্ড এটিএম মেশিনে ঢুকিয়ে বা সোয়াইপ করে পিন নম্বর দিলেই কড়কড়ে নোটে বেরিয়ে আসে কাঙ্ক্ষিত টাকা। এই মেশিন তেমনই। তবে টাকার বদলে কার্ড ঢুকিয়ে পিন নম্বর দিলেই চাহিদা মতো বেরিয়ে আসবে সোনার গয়না! বিশ্বের মধ্যে ভারতই প্রথম দেশ যেখানে গোল্ড এটিএম চালু হল।
গোল্ডসিক্কা নামে স্বর্ণবিপণী সংস্থা তেলাঙ্গানার রাজধানী শহর হায়দরাবাদে প্রথম গোল্ড এটিএম চালু করল।
এই এটিএম মেশিনের ব্র্যান্ড-নেমও গোল্ডসিক্কা। এর ফলে সোনা কিনতে ইচ্ছুক গ্রাহকদের আর অলঙ্কারের দোকানে যেতে হবে না। তবে গয়না সোনা মিলবে না এটিএমে, শুধু মাত্র বিভিন্ন মাপের এবং দামের সোনার কয়েন পাওয়া যাবে মেশিনে। হায়দরাবাদ-ভিত্তিক স্টার্টআপ ওপেনকিউব টেকনোলজিস সোনার এটিএমের সফটওয়্যারটি তৈরি করেছে। হায়দরাবাদ শহরের বেগমপেটে গোল্ডসিক্কার হেড অফিসে প্রথম এই এটিএম যন্ত্রটি বসানো হয়েছে ।