নিজ কেন্দ্রে মানুষের ফিডব্যাক নিলেন মুখ্যমন্ত্রী
ত্রিপুরা, ৯ ডিসেম্বর : নিজের বিধানসভা কেন্দ্রে বুধবার প্রথমবারের মতো ঘর ঘর বিজেপি অভিযানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। এদিন তিনি শাসক দলীয় প্রচুর কর্মী সমর্থক সহ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের কুড়ি নম্বর ওয়ার্ডে এএমসির মেয়র দীপক মজুমদারকে নিয়ে বাড়ি বাড়ি অভিযানে যান। তাদের সাথে ছিলেন বিজেপি সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত, মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যরা।
মুখ্যমন্ত্রী এদিন বেশ কিছু বাড়িতে পা রেখে শাসক দলের বিচারধারার কথা মানুষের কাছে পৌঁছে দেন।
সেই সাথে বর্তমান রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গির কথাও তিনি মেলে ধরেন। মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন, কাজের নিরিখেই তারা ভোটে যেতে চাইছেন। সরকার যা প্রতিশ্রুতি দিচ্ছে তা পালন করছে যথাযথ। তিনি বাড়ি বাড়ি সরকারের রিপোর্ট কার্ডও পৌঁছে দিয়েছেন। সেই সাথে কাজের নিরিখে তিনি মানুষের কাছে ফিডব্যাকও চেয়েছেন। মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র..