বিজেপির নির্বাচনী কমিটি গঠিত গুরুত্ব হারালেন অনেকেই
ত্রিপুরা, ১১ ডিসেম্বর : রাজ্যের ক্ষমতাসীন বিজেপি দলও কার্যত তাদের সাংগঠনিক ক্ষেত্রে তেইশের নির্বাচনের দামামা বাজিয়ে দিলো শনিবার। এদিন তেইশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি সর্বভারতীয় কমিটির নির্দেশে ত্রিপুরা রাজ্যের জন্য গঠিত হল নির্বাচনী প্রচার এবং নির্বাচনী ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটি।
প্রচার কমিটিতে রয়েছেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা,প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সাংসদ রেবতি ত্রিপুরা, মন্ত্রী রতন লাল নাথ, প্রণজিৎ সিংহ রায় ভগবান দাস রামপ্রসাদ পাল মুখ্য সচেতক কল্যাণী রায় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।
এছাড়াও গঠিত হওয়া নির্বাচন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য,কোর্ডিনেটর হলেন মন্ত্রী রতন লাল নাথ এছাড়াও কো কোর্ডিনেটর হলেন প্রদেশ কমিটির চার সাধারণ সম্পাদক টিংকু রায় পাপিয়া দত্ত কিশোর বর্মন অমিত রক্ষিত এবং বিধায়ক সুধাংশু দাস। এই প্রধান দুটি কমিটির বাইরে আরো আঠারোটি কমিটি গঠন করা হয়েছে..