মানবাধিকার দিবসে চাকুরিচ্যুতদের তীব্র সমালোচনার মুখে রাজ্য মানবাধিকার কমিশন
ত্রিপুরা, ১১ ডিসেম্বর : শনিবার আগরতলায় প্রতিকী প্রতিবাদে নামল চাকুরীচ্যুতরা। রাজধানী আগরতলার অনশণ মঞ্চ থেকে মুখে কালো কাপড় বেয়ে মৌন প্রতিবাদে শামিল হয় তারা। রাজ্যের চাকুরীচ্যুতদের নিয়ে রাজ্য সরকারের উদাসীনতার প্রতিবাদে এই কর্মসূচী বলে জানিয়েছেন অনশন মঞ্চের একাংশ চাকরীচ্যুত শিক্ষক সংগঠনের নেতৃত্বরা।
রাজ্যের বহু চর্চিত চাকুরীচ্যুত শিক্ষক শিক্ষিকাদের অনশন মঞ্চ শুক্রবার ৫১ তম রাত কাটিয়ে ৫২ তম দিনে পা রাখল শনিবার।
তাদের দাবী একটাই, চাকুরী ফিরিয়ে দিতে হবে। তারা তাদের সমস্যার সমাধানে এখনো মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে রয়েছেন। এই নিদারুন কষ্ট থেকে চাকরীচ্যুতদের পরিত্রান দিতে পারেন মুখ্যমন্ত্রী এমনটাই তাদের অভিমত। ঠিক এই আবহে শনিবার..