আগরতলা প্রধান ডাকঘরে জনদুর্ভোগ চরমে উঠেছে
ত্রিপুরা, ১১ ডিসেম্বর : আগরতলা প্রধান ডাকঘর কর্তৃপক্ষের চরম খেয়ালিপনায় ভোগান্তির শিকার সাধারণ গ্রাহক থেকে শুরু করে চাকরিপ্রার্থী বেকাররা। ঘটনা আগরতলা প্রধান ডাকঘরে। অভিযোগে প্রকাশ, বর্তমান সময়ে রাজ্যে বিভিন্ন দপ্তরে ব্যাপক নিয়োগপ্রক্রিয়া চলছে। এই সময়ে চাকরির আবেদনের জন্য বেকাদের পোস্টাল অর্ডার প্রয়োজন হচ্ছে। কিন্তু আগরতলা প্রধান ডাকঘরে এই পোস্টাল অর্ডারের জন্য চাকরিপ্রার্থীদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে।
একইসঙ্গে বিমানে এখন কার্গো বুকিং বন্ধ থাকায় যারা ডাকঘরে গিয়ে স্পীড পোস্টে কাগজ বা জিনিসপত্র পাঠাতে চাইছেন তাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
মাত্র দুটি কাউন্টারে পোস্টাল অর্ডার ও স্পীড পোস্টের কাজ হচ্ছে যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অভিযোগ, দুটি কাউন্টারের মধ্যে একটি বেলা এগারোটার আগে নাকি খোলা হয় না। পাশাপাশি গ্রাহকদের টাকা জমা দেওয়ার জন্য যে এস বি কাউন্টার আছে সেখানে মাত্র একটি কাউন্টার চালু। এতে সব থেকে বেশি সমস্যা হচ্ছে সিনিয়র সিটিজেনদের। অভিযোগ, বারবার পোস্টমাস্টারকে বলা সত্ত্বেও গ্রাহকসেবার কোনও উন্নতি হচ্ছে না। বরং অভিযোগ পোস্টমাস্টার নাকি কতিপয় কর্মচারীকে এতটাই ছাড় দিয়ে চলেছেন যে তারা কাজ না করে পোস্টমাস্টারের আমোদ প্রমোদে সাথী হচ্ছেন। পাশাপাশি পোস্টমাস্টারের রাজনীতির সৌজন্যেও নাকি অনেক কর্মী অবিচারের শিকার। জনগণ দ্রুত প্রতিকার দাবি করেছেন।