ফেব্রুয়ারিতে ভোট ধরে তৎপরতা শুরু সব দলের
ত্রিপুরা, ১২ ডিসেম্বর : রাজ্যজুড়ে নির্বাচনী উত্তাপ ক্রমশ চড়তে শুরু করেছে। শাসক দল তো বটেই, বিরোধীরাও ধীরে ধীরে নির্বাচনের লক্ষ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে। ২০২০-এর ফেব্রুয়ারিতেই ভোট হচ্ছে প্রায় সব রাজনৈতিক দলগুলোর মধ্যেই এই টার্গেট নিয়েই ঘর গোছানো, সাংগঠনিক স্তরে প্রস্তুতি, কিংবা, নির্বাচনী প্রচারের কৌশল রচনা-সহ প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।
ইতিমধ্যেই শাসক বিজেপি নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকটি কমিটিও গড়ে নিয়েছে।
প্রদেশ বিজেপির শীর্ষস্তরের নেতারা রাজ্যে নির্বাচন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তলব পেয়ে ছুটে গেছেন দিল্লি রাজ্যে ফিরেই পুরোদমে যে তারা নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়বে, তা এক প্রকার নিশ্চিত। অন্যদিকে, বিরোধী সিপিআইএমও নির্বাচনকে সামনে রেখে তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। রবিবার রাজধানী শহর ও শহরতলীতে দু’দুটো মিছিলও হয়েছে সিপিআইএমের। মিছিলে যথেষ্ট সাড়া মিলেছে বলেও, তাদের দাবি। একদিকে যেমন দলের পুরোনো কর্মীরা ঘর ছেড়ে বেরিয়ে আসছেন..