Feature NewsfleshNewsত্রিপুরা

জিবি হাসপাতালে ইঁদুরের উপদ্রবে রোগীরা যন্ত্রণায়

ত্রিপুরা, ১২ ডিসেম্বর : রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে ইঁদুরের উপদ্রব বেড়েছে। গত কয়েক মাস ধরেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, হাসপাতালের করিডর, হাসপাতালের আনাচে কানাচে ইঁদুর অবাধে বিচরণ করছে। বর্তমান জোট সরকার ক্ষমতায় এসে হাসপাতালের চিকিৎসা পরিষেবায় ব্যাপক উন্নতি করেছে। বহু জটিল রোগের উন্নত চিকিৎসা ব্যবস্থা চালু করেছে। তাতে রোগীরা উন্নত চিকিৎসা পরিষেবায় সুবিধা পাচ্ছেন।

কিন্তু হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা এখনও অবহেলিত রয়ে গেছে বলে রোগী ও রোগীর আত্মীয়স্বজনের অভিযোগ।

হাসপাতালজুড়ে অপরিষ্কার-অপরিচ্ছন্নতার অভিযোগ শুধু আজ নয়, দীর্ঘদিন ধরেই উঠছে। ওয়ার্ড ও শৌচাগারগুলি সঠিক ও স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার না করায় হাসপাতালে পুঁতিগন্ধময় অবস্থা। তাতে রোগীরাই বিপাকে পড়ছেন। হাসপাতাল প্রাঙ্গণের আনাচে কানাচে জঙ্গলময় দশা। হাসপাতালের শয্যায় যেন ছারপোকার বাসা। শয্যায় ছারপোকার উপদ্রব শুধু এখনই নয়, আগেও ছিল। কিন্তু শয্যার ছারপোকা ধ্বংসে প্রতিরোধক কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে রোগী ও রোগীর আত্মীয়স্বজনের অভিযোগ। শৌচাগারে আরশোলার উপদ্রবও বাড়ছে। উড়ছে মাছি-মশাও। যা রোগীর কাছে খুবই যন্ত্রণাদায়ক। তাছাড়াও ইঁদুরের অবাধ বিচরণ ও উৎপাত কেবল বাড়ছে। বিভিন্ন ওয়ার্ডে ইঁদুর রোগীর খাবারও খেয়ে নিচ্ছে। পাঁউরুটি, বিস্কুট, কলা, কেক খেতে ইঁদুর রোগীর শয্যার কাছে চলে আসছে। ইঁদুর রোগীর খাবার খেয়েও নিচ্ছে। কোনও সময় আবার ইঁদুর খাবারে মুখ লাগিয়ে খাবার নষ্ট করে দিচ্ছে বলে রোগীর অভিযোগ। কিন্তু ইঁদুর ধ্বংসে প্রতিরোধমূলক কোনও ব্যবস্থা এখনও নেওয়া হয়নি বলে খবর। এদিকে, হাসপাতালে ইঁদুরের উৎপাত, আরশোলা, মাছি-মশার অবাধ বিচরণ নিয়ে শুক্রবার রাতে হাসপাতাল সুপার ডা. সঞ্জিব দেববর্মার দৃষ্টি আকর্ষণ করলে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *