বিধানসভা ভোট নির্বাচন কমিশনের টিম আসছে ২০শে
ত্রিপুরা, ১৭ ডিসেম্বর : আসন্ন বিধানসভা নির্বাচনের সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনের টিম আগামী ২০ ডিসেম্বর থেকে রাজ্য সফর শুরু করবে। সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যেকে তা জানিয়ে দিয়েছেন।
বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে পর্যালোচনাকালে মুখ্য নির্বাচন কমিশনার মোট চারটি বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন।
এগুলি ত্রুটিমুক্ত ভোটার তালিকা। নির্বাচনের সময় ইভিএম এবং ভিভিপ্যাট তদারকিতে পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত ভোট কর্মীদের দায়িত্ব দেয়া। অবাধ ও সার্বিক নির্বাচনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা এবং নির্বাচনের সময় যাতে কোনও হিংসাত্মক ঘটনা না হয়, তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি ব্রু শরণার্থী, বিশেষভাবে সক্ষম তৃতীয় লিঙ্গ, মহিলা ভোটার ও ৮০ বছর বয়সের উর্দ্ধে ভোটারদের যাবতীয় স্বাচ্ছন্দ্যের পরিকাঠামো গড়ে তোলার উপরও গুরুত্ব আরোপ করেছেন।