Feature NewsfleshNewsত্রিপুরা

হাইকোর্টের রায়ে চাকরি হারাতে পারেন বাম আমলে নিয়োগ করা ২৫ জন ফার্মাসিস্ট

ত্রিপুরা, ২০ ডিসেম্বর : পূর্বতন বামফ্রন্ট সরকারের ভুলের কারণে চাকুরিচ্যুত হয়েছে রাজ্যের ১০৩২৩ জন শিক্ষক শিক্ষিকাকে৷ চাকুরি হারিয়ে বর্তমানে এই সকল শিক্ষকরা এক প্রকার অসহায়তার মধ্যদিয়ে দিন যাপন করছে৷ এই শিক্ষকদের যে হাল হয়েছে, একই হাল হতে চলেছে এসসি, এসটি ক্যাটাগরি ভুক্ত ২৫ জন এলোপ্যাথি ফার্মাসিস্টের৷ জানা যায় ২০১৩ সালের ৩০ সেপ্ঢেম্বর রাজ্য সরকার একটা ওয়াক-ইন-ইন্টারভিউ নেয় এলোপ্যাথি ফার্মাসিস্টের ৭৩ টি শূন্যপদ পূরণ করার জন্য৷ ৭৩ টি শূন্যপদের মধ্যে ৬০ টি শূন্যপদ এসসি, এসটিদের জন্য সংরক্ষিত ছিল৷ বাকি ১৩ টি পদ ছিল অন্যান্যদের জন্য৷ ত্রিপুরা রাজ্যের সংরক্ষণ আইনে বলা হয়েছে ৩১ শতাংশ এসটি এবং ১৭ শতাংশ আসন এসসি-দের জন্য সংরক্ষণ করা যাবে৷ এলোপ্যাথি ফার্মাসিস্টের ৭৩ টি শূন্যপদ পূরণের ক্ষেত্রে দেখা গেছে ৮৪ শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে৷ এই নিয়ে ২০১৫ সালে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করা হয়৷ উচ্চ আদালতের সিঙ্গেল বেঞ্চ এই রিট পিটিশন খারিজ করে দেয়৷ পরবর্তী সময় পঙ্কজ ভৌমিক, রাজীব রায় সহ আরও দুই জন নতুন করে আরও দুইটি রিট পিটিশন দাখিল করে৷ এই দুইটি রিট পিটিশনের উপর শুনানি হয় উচ্চ আদালতে৷ সোমবার উচ্চ আদালত রায় দান করে৷ উচ্চ আদালত জানিয়ে দিয়েছে কোন ভাবেই ৫০ শতাংশের বেশি আসন সংরক্ষণ করে শূন্যপদ পূরণ করতে পারবে না রাজ্য সরকার৷ ফার্মাসিস্ট এলোপ্যাথির ৭৩ টি শূন্যপদ পূরণের জন্য রাজ্য সরকার যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেছে, তা খারিজ করে দিয়েছে উচ্চ আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *